03/17/2025 বাঘায় গাঁজার গাছসহ যুবক গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৬
রাজশাহীর বাঘায় গাঁজার গাছসহ জাহিদ হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। জাহিদ হাসান উপজেলার তেথুলিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।
জানা যায়, জাহিদ হাসান বসতবাড়ির আঙ্গিনায় দুই বছর আগে গাঁজার গাছ রোপন করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গাছ উদ্ধার করে। গাছটির ওজন ২ কেজি।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।