656

09/20/2024 এবারের আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ

এবারের আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ

রাজ টাইমস ডেস্ক

২৭ আগস্ট ২০২০ ০০:৩৫

আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে।

বুধবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ডিএমপির অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে ৩০ আগস্ট তাজিয়া, শোক ও পাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। কিন্তু এসব অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]