03/18/2025 দুদকের অভিযানে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ওএসডি
রাজটাইমস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২১ ১২:২৬
ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের বিলের ছাড়পত্র প্রদানে ঘুষ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদক টিম সরেজমিনে উক্ত অফিস পরিদর্শন করে বিল সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়াসার সেই অভিযুক্ত কর্মকর্তাকে উক্ত অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ওএসডি করা হয়েছে।
তার বিরুদ্ধে তদন্ত কমিটি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসার এমডি বরাবর সুপারিশ করেছে। পরবর্তীতে আরও তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
সূত্র: জাগো নিউজ/এএস