6566

03/17/2025 করোনাভাইরাস: বিশ্বে মোট সুস্থ ১৯ কোটি ৯২ লাখের বেশি মানুষ

করোনাভাইরাস: বিশ্বে মোট সুস্থ ১৯ কোটি ৯২ লাখের বেশি মানুষ

রাজটাইমস ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৮

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৯২ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ২২ কোটি ২৬ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৯ কোটি ৯২ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৫ লাখ ৯৮ হাজার ২৮১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৮ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৯ কোটি ৯২ লাখ ২৬ হাজার ২৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]