03/17/2025 সরকার ১৭৩ কোটি টাকার গম আমদানি করবে
রাজটাইমস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৮
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম কিনবে সরকার। প্রতি টন ৪২১ ডলার দরে এতে মোট ব্যয় ১৭৩ কোটি টাকা। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্তে কথা জানানো হয়।
সভা শেষে ভার্চুয়ালি সাংবাদিকদের ব্রিফ করেন কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন। জানান, খাদ্যের চাহিদা মেটাইতেই গম আমদানির এ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া তিনটি উৎস হতে ৯০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।
সেই সাথে বিশ্ব ব্যাংকের সহায়তায় ১২৩ কোটি টাকা ব্যয়ে রামগড় স্থলবন্দরের উন্নয়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য ৪১ কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়।
সভায় মোট ১১টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
/এএস