03/16/2025 কাদের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার মতো বক্তব্য দেন: রিজভী
রাজটাইমস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১ ১২:২৭
ওবায়দুল কাদের কলকাতার বিখ্যাত ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার মতো একই বক্তব্য বারবার দেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ওবায়দুল কাদের প্রতিনিয়ত জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে একই কথা বারবার বলেন। এটা তার দৈনিক রুটিন হয়ে গেছে।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার বিষয় উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে। যেসব সাংবাদিক দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চান তাদের এ আইন দিয়ে হয়রানি করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানসহ অনেকে।
সূত্র: জাগো নিউজ/এএস