03/15/2025 চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের দেয়ালে ধ্বস, আহত ৮
রাজটাইমস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১ ০১:৪৮
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কাছে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়েছে। একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে পথচারী ও হকারসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে লালদীঘির পাড় ও কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়ালে ধাক্কা দিলে তা ধসে পড়ে। এতে পথচারী ও হকারসহ অন্তত ৮ জন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগ থেকে একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।
ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, দেয়াল ধসে পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন আহত হয়েছে তা বলতে পারছি না।