6629

03/17/2025 সদর দপ্তরে গুলিবিদ্ধ হয়ে র‌্যাব সদস্যের মৃত্যু

সদর দপ্তরে গুলিবিদ্ধ হয়ে র‌্যাব সদস্যের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৬

এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা।

নিহতের নাম শুভ মল্ল (২৬)। পুলিশের এই কনস্টেবল প্রেষণে র‌্যাবে ছিলেন।

সোমবার কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার পর শুভকে বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

শুভ মল্লিকের বাড়ি চট্টগ্রামে বলে জানান র‌্যাব কর্মকর্তা আল মঈন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]