664

03/15/2025 বাসে গলাকেটে পরিবহন শ্রমিককে হত্যা

বাসে গলাকেটে পরিবহন শ্রমিককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২০ ২০:৫৮

রাজশাহীতে বাস থেকে পরিবহন শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর বারোরাস্তার মোড় এলাকার একটি গ্যারেজে থাকা বাস থেকে শাহ্ মখদুম থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মণি (২২) নগরীর হাজরাপুকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। তার মরদেহ বারো রাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহনের ওই বাস থেকেই উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা জানতে পারিনি। আমরা দুপুরে মরদেহ উদ্ধার করে তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]