667

03/15/2025 নতুন অতিথির সংবাদ দিলেন কোহলি-আনুশকা

নতুন অতিথির সংবাদ দিলেন কোহলি-আনুশকা

রাজটাইমস ডেস্ক

২৭ আগস্ট ২০২০ ২২:২৫

ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে আসলের ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছেন তার স্ত্রী বলিউড সেনসেশন আনুশকা শর্মা মা হতে চলেছেন। খবর এনডিটিভি

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজেদের আলাদা আলাদা টুইট বার্তায় এ সুখবর জানান আনুশকা শর্মা ও বিরাট কোহলির।

বিবাহিত জীবনের আড়াই বছরের বেশি সময় পর প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই ভারতের তারকা দম্পতি।

নতুন অতিথি আগমনের সময় জানিয়ে দিয়ে টুইটে নিজেদের হাসিমাখা ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন– 'অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!'

স্ত্রীর একই ক্যাপশনের একই ছবি ব্যবহার করে স্বামী কোহলি লিখেছেন ‘এখন থেকে আমরা তিনজন। আসবে জানুয়ারি ২০২১।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অগ্রিম অভিনন্দন পেতে শুরু করেছেন এই দুই তারকা।

প্রসঙ্গত, এই দুই তারকা আনুষ্ঠানিক যুগল জীবনে পদার্পন করে ২০১৭ সালের ৯ ডিসেম্বরে। ইতালির মিলানে জমকালো আয়োজনে মালাবদল করেন তারা। সেই সময় ভারতের মিডিয়ায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল এ জুটির বিয়ের ছবি ও খবরাখবর।

  • খবর-যুগান্তর
    এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]