6676

05/05/2024 তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ ইমরান খানের

তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ ইমরান খানের

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২১ ০২:০২

আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের প্রতিবেশী তাজিকিস্তানে দুই দিনের সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইমরান খান নিজেই তার এমন উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও টিভি।

২০তম সাংহাই কোঅপরারেশন অর্গানাইজেশন কাউন্সিলের সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানে এ সফরে যান ইমরান। আফগানিস্তানের প্রতিবেশী ইরান, কাজাখস্তান ও উজবেকিস্তানের নেতারাও এতে অংশ নেন।

ইমরান খান বলেন, তাজিক, হাজারা ও উজবেক নৃগোষ্ঠীর সদস্যদের একটি অন্তর্ভুক্তিমূলক গঠনের জন্য তিনি তালেবানের সঙ্গে সংলাপের ব্যাপারে উদ্যোগী হয়েছেন।

টুইটারে দেওয়া পোস্টে ইমরান বলেন, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বিশেষ করে তাজিক প্রেসিডেন্ট ইমামালি রাহমানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তালেবানের সঙ্গে একটি সংলাপ শুরু করেছি যাতে তাদের অন্তর্ভুক্তিমূলক সরকারে তাজিক, হাজারা এবং উজবেক জনগোষ্ঠীরও অংশগ্রহণ থাকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ৪০ বছরের সংঘাতের পর এই অন্তর্ভুক্তি একটি স্থিতিশীল আফগানিস্তান নিশ্চিত করবে। আফগানিস্তানের স্থিতিশীলতা শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই জরুরি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]