670

03/13/2025 রাবিতে প্রশাসনিক পদে নতুন নিয়োগ

রাবিতে প্রশাসনিক পদে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, রাবি

২৭ আগস্ট ২০২০ ২২:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনিক ৪টি পদে নতুন নিয়োগ ও একটি পদে পুনঃনিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- জনসংযোগ দফতরের প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, পরিবহন প্রশাসক পদে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক।

বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক সুফী। এছাড়াও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহলকে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে প্রশাসন।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]