675

03/15/2025 চাঁপাইয়ে চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে আরোহী নিহত

চাঁপাইয়ে চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

২৮ আগস্ট ২০২০ ০০:১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলের উপর গাছ পড়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম ইমন (১৫)। সে তার বাবাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া জোলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইমন উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামের জমশেদ আলীর ছেলে।

নিহতের বাবা জমশেদ আলী জানান, সকালে ইমন তাকে নিয়ে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজারে রেখে বাড়ি ফিরছিল। পথে বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া জোলাপাড়া গ্রামে পৌঁছালে রাস্তার পাশের একটি সজিনার গাছ ডাল ভেঙে ইমনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনাকষা বাজারে ডা. জাকির আহমেদ মুকুলের কাছে নিয়ে এলে তিনি মৃত ঘোষণা করেন।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]