676

03/15/2025 বাগমারাকে শতভাগ বিদ্যুতায়ন করলেন প্রধানমন্ত্রী

বাগমারাকে শতভাগ বিদ্যুতায়ন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২০ ০০:৩৩

রাজশাহীর বাগমারা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নকরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

একই সময়ে বাগমারাসহ ৩১টি উপজেলার, দুটি পাওয়ার প্ল্যান্ট, রাজশাহীসহ ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রান্তে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার, বিপিএম (বার), জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, বিপিএম,পিপিএম, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম,পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজশাহীতে সুইচ চেপে বাগমারা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও অতিথিবৃন্দ।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]