6768

09/23/2024 ৪৭ মাস অপরাজিত অস্ট্রেলিয়াকে রেকর্ড গড়ে থামাল ভারত

৪৭ মাস অপরাজিত অস্ট্রেলিয়াকে রেকর্ড গড়ে থামাল ভারত

রাজটাইমস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১ ০৩:০৪

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৪/৯ (অ্যালিসা ৩৫, পেরি ২৬, মুনি ৫২, অ্যাশলি ৬৭, টালিয়া ৪৭; ঝুলন ৩৭-৩, পূজা ৪৬-৩)
ভারত: ৪৯.৩ ওভারে ২৬৬/৮ (শেফালি ৫৬, স্মৃতি ২২, ইয়াসতিকা ৬৪, দীপ্তি ৩১, স্নেহ ৩০, ঝুলন ৮*, মেঘনা ২*; টালিয়া ৪৬-১, সোফি ৪১-১, অ্যাশলি ৩০-১, স্টেলা ৪১-১, নিকোলা ৪২-১, সাদারল্যান্ড ৩০-৩)।
ফল: ভারত ২ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ এ জয়ী অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা: ঝুলন গোস্বামী।

অস্ট্রেলিয়াও হারে? এক সময় স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের হারতে শুনলে এমনই বিস্ময় ঝরে পড়ত ক্রিকেটপ্রেমিদের কণ্ঠে। পুরুষদের ক্রিকেটে অজিদের সে সুদিন গত হয়েছে অনেকদিন হলো। কিন্তু পুরুষদের সেই ‘পরম্পরা’টা ধারণ করেই যেন এগোচ্ছিল অজিদের নারী ক্রিকেট দল। পুরুষদের টানা জয়ের রেকর্ডটা নিয়েছিল কেড়ে। মেগ ল্যানিংয়ের দলের সেই যাত্রাতেই এবার ছেদ টেনেছে ভারতীয় নারী ক্রিকেট দল।  

সেই অক্টোবর ২০১৭, এরপর থেকে যেন হারতেই ভুলে গিয়েছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই অপরাজিত অজিদের তাদেরই মাটিতে হারিয়ে ৪৭ মাস, আর ২৬ ম্যাচের জয়যাত্রা থামাল ভারত।

যাত্রাটা থেমে যেতে পারত আরও দুই রাত আগেই। কিন্তু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঝুলন গোস্বামীরা আশা জাগিয়েও শেষ হাসি হাসতে পারেননি। পারলেন তৃতীয় ম্যাচে। তাও রেকর্ড গড়ে। ২৬৫ রান তাড়া করে দলটি শেষমেশ হারায় অজিদের। তাতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তিটাও গড়ে ফেলে দলটি। 

টস জিতে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে বেথ মুনি ও অ্যাশলি গার্ডনারের ৯৮ রানের জুটিতে বিপদ থেকে মুক্তি পায় অজিরা। শেষ দিকে তালিয়া ম্যাকগ্রার ঝড়ে রানটা ২৬৪ এ নিয়ে ঠেকায় স্বাগতিকরা।

জবাবে টপ অর্ডারের দৃঢ়তায় ভারত পায় দারুণ এক শুরু। ২৯ ওভারে দুই উইকেট হারিয়ে তুলে ফেলে ১৬০ রান। তবে এরপরেই যেন ছন্দপতন। ২১০ তুলতেই ৬ উইকেট চলে গিয়েছিল দলটির। এরপর দীপ্তি শর্মা আর স্নেহ রানার ব্যাটে জয়ের কাছাকাছি চলে যায় ভারত। তারা বিদায় নিলে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেনঝুলন গোস্বামী আর মেঘনা সিং, দুজনের দৃঢ়তায় তিন বল বাকি থাকতে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেয় সফরকারীরা। 

নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সফল রান তাড়ার কীর্তিও গড়ে ফেলে দলটি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৭ রান তাড়া করে জেতার কীর্তিটাই ছিল স্মৃতি মান্ধানাদের সেরা। সেটাকে পেছনে ফেলেই কীর্তিটা গড়ে ভারত।

তাতেই ছেদ পড়ে অজিদের ২৬ ম্যাচের জয়রথের। নারী তো বটেই, পুরুষ ক্রিকেটেও যে কীর্তি নেই কোনো দলের। এই রেকর্ডটা চলতি বছরের শুরুতে গড়েন মেগ ল্যানিংরা। জানুয়ারিতে নিউজিল্যান্ডকে হারিয়ে অজি ছেলেদের টানা ২১ ম্যাচের জয়রথের রেকর্ডটা নিজেদের করে নেয় দলটি। এরপর আরও চার ম্যাচ জিতে সংখ্যাটাকে তুলে নিয়ে গেছে ২৬-এ। যা থামল আজ এসে। 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]