03/15/2025 ১০ সেপ্টেম্বরের মধ্যেই স্বাভাবিক হবে ট্রেন চলাচল
রাজটাইমস ডেস্ক
২৮ আগস্ট ২০২০ ১৬:৩০
দেশে করোনা মহামারী ছড়িয়ে পড়ার দেশজুড়ে আরোপ করা হয় সীমিত চলাচল। এতে দীর্ঘ দুই মাস ধরেই ট্রেন চলাচল বন্ধ থাকে। দফায় দফায় ট্রেন চলাচল চালু করা হলেও আগামী ১০ সেপ্টেম্বর নাগাদ খুলে দেয়া হতে পারে সব ট্রেন।
প্রাদুর্ভাব শুর হওয়ার পরই গত ২৫ মার্চ সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। পরে সরকারের নির্দেশনায় ৩১ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৬০টি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩৬টি ট্রেন চালু হয়েছে। ৫ সেপ্টেম্বর ৩৮টি ট্রেন চালু হচ্ছে। ১০ সেপ্টেম্বরের মধ্যে সব মেইল, লোকাল, কমিউটার ও আন্তঃনগর ট্রেন চালু করার কথা রয়েছে।
বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৩৬৪টি যাত্রীবাহী ট্রেন রয়েছে। যার মধ্যে ১০২টি আন্তঃনগর ট্রেন। সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে এবং মেইল, লোকাল ও কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টার থেকে দেয়া হবে।
আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন রেলে বর্তমানে ৩৬৪টি যাত্রীবাহী ট্রেন রয়েছে। সবক’টি ট্রেন আমরা সেপ্টেম্বরে চালু করতে চাচ্ছি। ২৭ আগস্ট ও ৫ সেপ্টেম্বর ৭৪টি ট্রেন চালু হচ্ছে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হবে।
স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চলাচল হবে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকবে জানায় রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রনালয় সূত্রে জানা যায়, যাত্রার দিনসহ ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট ইস্যু করা হবে। অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রীত টিকিট ফেরত নেয়া হবে না। রেলে দীর্ঘদিন আন্তঃনগর ট্রেনের বিপরীতে স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হতো। ৩১ মে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ করা হয়। যতদিন করোনাভাইরাস সংক্রমণ শেষ না হচ্ছে, ততদিন ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। রেলওয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, স্বাস্থ্যবিধি ও রেলওয়ের নির্দেশনা না মেনে স্টেশনে প্রবেশ ও ট্রেন ভ্রমণ করতে চাইলে যাত্রীদের জেল-জরিমানা পোহাতে হবে।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আন্তঃনগর ট্রেনগুলোতে থাকছে না বালিশ-চাদর-তোয়ালে দেয়ার ব্যবস্থা। পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে- লোকাল, মেইল ও কমিউটার ট্রেনেও নির্ধারিত আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।