03/18/2025 প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৪৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জাতীয় মহিলা সংস্থার রাজশাহী শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী নগরীর দশর মন্ডলের মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ তানবিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও জাতীয় মহিলা সংস্থা সদস্য নুরজাহান সরকার প্রমুখ।