6789

03/18/2025 এশিয়ার সেরা একাদশে সাকিব মুশফিক মোস্তাফিজ

এশিয়ার সেরা একাদশে সাকিব মুশফিক মোস্তাফিজ

রাজটাইমস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৫৫

এশিয়ার সেরা পারফরমারদের নিয়ে একাদশ সাজিয়েছে উইজডেন। তাদের নির্বাচিত একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ সেরা তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। 

উইজডেনের সেরা একাদশে ভারতের রয়েছেন তিন ক্রিকেটার। একই সঙ্গে জায়গা মিলেছে তিন পাকিস্তানি ও দুই আফগান ক্রিকেটারের।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিং বিবেচনা করে এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন ইন্ডিয়া। সেরা ১১ ক্রিকেটারের ভেতর ঠাঁই পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার।

সেরা একাদশে ভারতের রয়েছেন তিনজন ক্রিকেটার। তারা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ। একই সঙ্গে জায়গা মিলেছে পাকিস্তানের তিন ক্রিকেটারের। তারা হলেন- বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান। 

সেরা একাদশে রয়েছেন আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান। 

উইজডেন ইন্ডিয়ার বাছাইকৃত এশিয়ার সেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, ফখর জামান, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, শাহিন আফ্রিদি, মুজিব উর রহমান, জাসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]