6792

03/18/2025 আপন ঠিকানায় ফিরতে চায় মানসিক প্রতিবন্ধী

আপন ঠিকানায় ফিরতে চায় মানসিক প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৫৯

আপন ঠিকানায় যেতে চায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী। কোথা হতে এসেছে জানে না সে নিজেও। স্পষ্ট করে নিজের নামও বলতে পারছে না ওই কিশোরী।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে পুঠিয়া সদর এলাকায় ঘুরাফেরা করছিল পরিচয়হীন এই কিশোরী। এলাকায় কয়েকজন ছাত্র তাকে দেখতে পেয়ে নাম ঠিকানা জিজ্ঞেস করলে কিছু বলতে পারছে না সে। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া জানান, নাম পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী এই বোনকে আপাতত পুঠিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কিছুটা অসুস্থ। সুস্থ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]