03/19/2025 রাজশাহীতে করোনায় আরোও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে আছেন। মৃতদের মধ্যে একজন করোনা পজেটিভ ও একজন উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া একজন নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় মারা গেছেন। রামেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯৩ জন। রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ।