6822

09/23/2024 নাটোরে দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস ধর্মঘট: যাত্রীদের দূর্ভোগ

নাটোরে দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস ধর্মঘট: যাত্রীদের দূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর ২০২১ ০২:২৫

নাটোর জেলা বাস মালিক সমিতি ও সিংড়া মোটর মালিক সমিতি দ্বন্দ্বের জেরে পূর্ব ঘোষনা ছাড়াই নাটোর থেকে সকল রুটে হঠাৎ করে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় নাটোর জেলা বাস মালিক সমিতি। ফলে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দূর্ভোগে পড়ে শত শত যাত্রী।

নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, নাটোর জেলা বাস মালিক সমিতির বনলতা ট্রাভেলস নামে একটি বাস বুধবার সন্ধ্যায় সিংড়া বাসষ্ট্রান্ডে যাত্রী নিয়ে ঢাকা রওনা হলে শেরকোল এলাকায় বাস থামিয়ে সিংড়া মোটর মালিক সমিতির লোকজন বনলতার তিন বাস শ্রমিককে অন্যায় ভাবে মারপিট করে।

এ ঘটনার প্রতিবাদে পূর্ব ঘোষনা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে জেলা বাস মালিক সমিতি সকল রুটে তাদের সকল বাস বন্ধ করে দেয়। হঠাৎ করে বাস বন্ধ করার কারনে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষরা। তবে নাটোর হয়ে অন্য জেলার সব বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে শ্রমিক মারপিটের কথা অস্বীকার করেছেন সিংড়া উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম।

তিনি জানান, নিজেদের অভ্যন্তরীণ বিরোধের কারনে বাস বন্ধ রেখে মোটর মালিক সমিতির ওপর দোষ চাপানো হচ্ছে। তিনি বলেন, বেশ কয়েক দিন আগে থেকে নাটোর বাস মালিক সমিতি কোন চিঠি বা মৌখিক ভাবে না জানিয়ে হঠাৎ করে বাস দিয়ে ঢাকায় যাত্রী পরিবহন করছে। বিষয়টি আমরা নাটোর মালিক সমিতিকে জানিয়েছি, কিন্তু তারা তাতে কোন কর্ণপাত করেনি।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, উভয় সমিতিকে নিয়ে বসে বিষয়টি আপোষ করার চেস্টা চলছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]