6824

09/23/2024 রাজশাহীতে জাল স্ট্যাম্পসহ ১জন গ্রেফতার

রাজশাহীতে জাল স্ট্যাম্পসহ ১জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর ২০২১ ০২:৪৩

জাল স্ট্যাম্পসহ আজিজুল হক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকা থেকে রোকন উদ্দিন শেখের পুত্র আজিজুল হক(৫৫) নামের একজন বাঘার তিনটি ব্যাংকে দশ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও ডেমি বিক্রী করে বাড়ি ফিরছিলেন ।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তার পরিচয় এবং বাঘায় আসার কারণ জানতে চাওয়া হয়। তখন তিনি নিজেকে একজন স্ট্যাম্প ভেন্ডার হিসাবে পরিচয় দেন।

এ সময় বাঘা দলিল লেখক সমিতির কয়েকজন সদস্যসহ উপস্থিত লোকজন তার ব্যাগ তল্লাশী করলে একশত,দেড়শত এবং দুইশত মূল্যের প্রায় দুই লক্ষ টাকার স্ট্যাম্প ও দশ টাকা মূল্যের জাল-ছয়’শ রেভিনিউ স্ট্যাম্প এবং কিছু ডেমিসহ একটি যন্ত্র পায়। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ আসে এবং তাকে থানায় নিয়ে যায়।

বাঘা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু জানান, তার লাইসেন্স চাঁপাইনবাবগঞ্জ জেলার। অথচ তিনি স্ট্যাম্প বিক্রী করতে এসছেন রাজশাহী জেলার বাঘা উপজেলায়। এটা আইনগত ভাবে সাফার করেনা। তার পরেও তার কাছে রয়েছে নকল স্ট্যাম্প। এ কারনে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজিজুল হক এর কাছে নগদ আঠাশ হাজার টাকা,জাল স্ট্যাম্প এবং একটি যন্ত্র পাওয়া গেছে। তার নামে নিয়মিত ধারায় রাষ্ট্রের সাথে জালিয়াতি করার অপরাধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]