683

03/15/2025 মেসিকে ঘিরে নেই তোড়জোড়

মেসিকে ঘিরে নেই তোড়জোড়

রাজটাইমস ডেস্ক

২৮ আগস্ট ২০২০ ২১:৫৯

ফুটবল জগতে সরগরম মেসির বার্সা ছাড়ার খবর। কিন্তু তার বার্সা ছাড়ার খবরই যেন জানেন না ইউরোপের ক্লাবগুলো।

দলহীন মেনিকে দলের ভিড়ানোর প্রতিযোগীতায় ক্লাবগুলো নামানোর কথা থাকলে ও এবারে ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে ফুটবল অঙ্গনে। মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়কে দলে টানতে যে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি ও বেতন গুনতে হবে, সেই আর্থিক সক্ষমতা খুব বেশি ক্লাবের নেই। এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে মেসির বার্সেলোনাকে ৮-২ গোলে গুঁড়িয়ে দেয়া জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখেরও সেই সামর্থ্য নেই। মেসিকে দলে টানার দৌড়ে তাই যোগ দিচ্ছে না তারা।

এত অর্থ ব্যয়ে এত দামী খেলোয়াড় কেনার ইচ্ছা না থাকার কথা সাফ জানিয়ে বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন ‘একজন খেলোয়াড়ের পেছনে এত খরচ করতে পারব না আমরা। এটা আমাদের দর্শনের সঙ্গেও যায় না। সত্যি বলতে মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার খবরটা শুনে আমার খারাপই লাগছে। বার্সেলোনার ইতিহাস লিখেছে মেসি। আমার মতে বার্সাতেই ক্যারিয়ার শেষ করা উচিত তার।’

  • খবর-যুগান্তর
    এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]