6842

04/30/2024 প্রতিবছরই আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা চান অভিভাবকরা

প্রতিবছরই আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা চান অভিভাবকরা

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২১ ০৬:৩৯

রাজশাহীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি রাজশাহী অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা। শুধু এ বছর নয় প্রতিবছরই ঢাকাসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করার দাবি জানান তারা।

ছেলের ভর্তি পরীক্ষার জন্য আসা রবিউল আলম নামে একজন অভিভাবক বলেন, ‘ঢাবির পরীক্ষা যখন ঢাকাতে হয় তখন এমন অনেক শিক্ষার্থী আছে যারা প্রথমবার ঢাকাতে যায়। তখন শিক্ষার্থীরা কোথায় গিয়ে থাকবে, কোথায় খাবে এটা নিয়ে চিন্তায় থাকে। তবে নিজ নিজ বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়াতে শিক্ষার্থীদের সেই ভোগান্তি অনেক কমেছে। এবার বিশেষ কারণে হয়তো রাজশাহীতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে এটিই যথেষ্ট। স্থায়ীভাবে ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় শহরে নেওয়া হলে ভালো হবে।’

রাজশাহীর তানোর থেকে আসা কাজলী সরকার নামে একজন অভিভাবক বলেন, ‘পরীক্ষা দিতে অন্য শহরে গেলে অনেক দূর যেতে হয়। এতে অনেক শারীরিক কষ্ট ভোগ করতে হয়। খরচও যেমন বাড়ে তেমনি অনেকে অসুস্থ হয়ে পড়েন। এতে পরীক্ষা খারাপ হয়। তবে নিজ এলাকায় পরীক্ষা হলে মানসিকভাবে শক্ত থাকে শিক্ষার্থীরা।’

চাপাইনবাবগঞ্জ থেকে মেয়ের পরীক্ষার জন্য নিয়ে আসছেন ইউসুফ আলী নামে একজন অভিভাবক। তিনি বলেন, ‘ঢাকা বা চট্টগ্রাম গিয়ে পরীক্ষা দিতে গেলে অভিভাবকদের থাকাসহ বিভিন্ন হয়রানির মুখোমুখি হতে হয়। তবে রাজশাহীতে প্রতিবছর পরীক্ষা হলে অনেক হয়রানি থেকে বাঁচা যাবে।’

শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী।

সূত্র: জাগো নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]