6843

03/15/2025 রাইস কুকারের সঙ্গে বিয়ে, চারদিন পর ডিভোর্স!

রাইস কুকারের সঙ্গে বিয়ে, চারদিন পর ডিভোর্স!

রাজটাইমস ডেস্ক

২ অক্টোবর ২০২১ ০৬:৪৬

নিজের রাইস কুকারের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। কিন্তু চারদিন পরই ডিভোর্সের ঘোষণা দেন খায়রুল আনাম নামে ওই যুবক। এই চারদিনে কী এমন হলো যে ডিভোর্স দিতে হলো?

গত সপ্তাহে নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি আপলোড করেন খায়রুল আনাম। সেগুলোতে দেখা যায়, তিনি সাদা রঙের পোশাকে বর সেজে আছেন। রাইস কুকারটিকেও কনের মতো করে সাজিয়েছেন।

এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনি রাইস কুকারকে চুমু খাচ্ছেন। অপর এক ছবিতে কাবিননামায় স্বাক্ষর করছেন। আরও একটি ছবিতে দেখা যায়, যন্ত্রটি তার পাশে রাখা, আর সে বিয়ের কাজির সঙ্গে হাত মেলাচ্ছেন।
পোস্টের ক্যাপশনে এই যুবক লিখেছেন, তিনি তার রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এটি ন্যায্য, বাধ্য, প্রেমময় এবং রান্নায় ভালো।

কিন্তু এর চারদিন পরই আনাম রান্নাঘরের সরঞ্জামটিকে ডিভোর্স দিয়েছেন। কারণ হিসেবে বলেন, এটি কেবল ভাত রান্না করতে পারে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]