6845

05/05/2024 রামেকে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

রামেকে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর ২০২১ ১৫:১৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (Rajshahi Medical College Hospital) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে । শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ৪ জনের মধ্যে পুরুষ ১জন ও নারী ৩জন। গত ২৪ ঘন্টায় রামেকে মৃতের সংখ্যা ছিলো ২জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১জন, উপসর্গ নিয়ে ২জন ও ১জন করোনা নেগেটিভ হয়ে ১জন মারা যান।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৪ জনের মধ্যে রাজশাহী ১জন এবং নহগাঁর ৩জন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১০৩ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ জন। করোনা ইউনিটে ভর্তি রোগীর মধ্যে করোনা পজেটিভ ১৮ জন নেগেটিভ ২৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬১ জন।
গতকাল করোনা পরীক্ষায় দেখা গেছে সংক্রমনের হার রাজশাহীতে ০১.৯৭ % এবং চাঁপাইনবাবগঞ্জে ০৭.৫৩ % পজেটিভ।

এম এস ইসলাম

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]