6849

09/23/2024 পদ্মায় 'মা' ইলিশ সংরক্ষনে বাঘায় জেলেদের নিয়ে সভা

পদ্মায় 'মা' ইলিশ সংরক্ষনে বাঘায় জেলেদের নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক

৩ অক্টোবর ২০২১ ০১:৫৫

'ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) সকালে বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা দিলল লেখক সমিতির হলরুপে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায়, বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, নদী তীরবর্তী তিনটি ইউনিয়ন-চকরাজাপুর, মনিগ্রাম ও পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম, সাইফুল ইসলাম ও মেরাজুল ইসলাম মেরাজ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রানী সম্পদ অফিসার আমিনুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সহ নিবন্ধিত ১৩৬০ জন জেলা ।

সভায় বক্তরা বলেন, ২০০৮ সালে বাংলাদেশে ইলিশের লক্ষমাত্রা ছিল মাত্র ১ লক্ষ মে: টন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলেদের নানা সুযোগ সুবিধা দেয়া সহ চলতি মাসের চার তারিখ থেকে পচিশ তারিখ পর্যন্ত প্রজনন মৌসুম হিসাবে মা’ ইলিশ ধরা বন্ধ রাখার সুবাদে এটি গত বছর ৫ লক্ষ মে: টনে এসে দাড়িয়েছে। এ দিক থেকে এ বছর লক্ষ মাত্র ধরা হয়েছে ৬ লক্ষ মে: টন। বক্তারা বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থান রয়েছে। সরকার মৎস্য সম্পদকে সমৃদ্ধ করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এটিকে আরো গতিশীল করার জন্য সকল মৎস্য চাষীদের সরকারি নির্দেশনা মানার আহবান জানান বক্তারা।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]