03/15/2025 রাজশাহীতে রাশিয়ান নাগরিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২০ ০৩:৩৩
রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রাশিয়ান এক নাগরিকের মৃত্যু হয়েছে।মৃত সেরগে স্মোলনিকভ (৪৩) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর সিডিএম হাসপাতালে মারা যান তিনি।
সূত্র জানায় ‘সেরগেকে বিকাল সোয়া ৫টার দিকে ঈশ্বরদী থেকে নিয়ে এসে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। একজন রাশিয়ান চিকিৎসকের উপস্থিতিতে তার চিকিৎসা চলছিলো। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় সে মারা যায়। পরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আন্দালীব/28