6881

03/13/2025 আগামী বছর থেকে রাবির ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্রে নেওয়ার পরিকল্পনা - রাবি উপাচার্য

আগামী বছর থেকে রাবির ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্রে নেওয়ার পরিকল্পনা - রাবি উপাচার্য

কে এ এম সাকিব

৫ অক্টোবর ২০২১ ০০:১৬

আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক কেন্দ্রে নেয়ার কথা ভাবছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

উপাচার্য বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা কষ্ট লাগবের জন্য ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বছরের আদলে নেয়ার চিন্তা করা হয়েছে। তবে এটি এখনও পরিকল্পনার পর্যায়ে আছে। আমরা সামনের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবো। তবে সম্পূর্ণ ব্যাপারটি নির্ভর করছে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের উপর।

এছাড়া ঢাবি, রাবি, চবি ও জাবির প্রশাসন যদি চায় তাহলে গুচ্ছ পদ্ধতিতেও পরীক্ষা নেওয়ার কথা ভাবছে প্রশাসন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে জালিয়াতি চক্র সক্রিয় আছে কিনা জানা নেই। তবে কেউ যদি পরিকল্পনাও করে থাকে তাহলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সফল হতে পারবে না বলে আশাকরি। আমাদের আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সবসময় তৎপর আছেন।

এর আগে সকাল সাড়ে ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। 



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]