6885

03/14/2025 ভারতের বিপক্ষে ড্র দিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ভারতের বিপক্ষে ড্র দিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৫ অক্টোবর ২০২১ ০১:০৫

শক্তিশালী ভারতের বিপক্ষে ১৮ বছর জয় পায়নি বাংলাদেশ। এবার ড্রয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল দল। মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে জামাল ভূঁইয়াদের। ১০ জনের দল নিয়েও ভারতকে আটকে দিল বাংলাদেশ ফুটবল দল।১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। ৫২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ। তারপরও সমান তালে লড়েছে দল। ১০ খেলোয়াড় নিয়ে ৭৪ মিনিটে সমতা ফেরায় তারা। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড ইয়াসিন আরাফাতের (১-১)।
 
এবারের সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট অর্জন করল জামাল-সাদরা।
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]