6888

05/19/2024 ছয় দিনে আমিরাত গেলেন ৩ হাজার ২৪৮ জন

ছয় দিনে আমিরাত গেলেন ৩ হাজার ২৪৮ জন

রাজটাইমস ডেস্ক

৫ অক্টোবর ২০২১ ০২:৪৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন পর গত ৬ দিনে সংযুক্ত আরব আমিরাত যেতে বিমানবন্দরে করোনা পরীক্ষা করেছেন ৩ হাজার ২৪৯ জন। বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করতে হয় আমিরাতগামী যাত্রীদের। গত ছয় দিনে পরীক্ষায় মাত্র একজনের পজিটিভ রিপোর্ট আসে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, ‘প্রতিদিনই সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট যাচ্ছে। যাত্রীদের আরব আমিরাতে প্রবেশ করতে হলে ৪৮ ঘণ্টা আগে একটি এবং বিমানবন্দরে এসে যাত্রার ৬ ঘণ্টা আগে আরেকটি করোনা পরীক্ষা করতে হয়। তবে অনেক যাত্রী বিমানবন্দরে দেরি করে আসছেন বলে সমস্যা হচ্ছে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক—এই ৬টি প্রতিষ্ঠান করোনা পরীক্ষা করছে। বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে এক হাজার ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রবাসী কর্মীদের জন্য টাকা দেবে সরকার।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]