6898

03/13/2025 রাবি ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে আবর্জনা পরিষ্কারে শিক্ষক-শিক্ষার্থীরা

রাবি ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে আবর্জনা পরিষ্কারে শিক্ষক-শিক্ষার্থীরা

কে এ এম সাকিব

৫ অক্টোবর ২০২১ ১৪:৪২

ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ধাপে ধাপে প্রায় দেড়শ স্বেচ্ছাসেবী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করেন। বিকেলের দিকে সিটি করপোরেশনের গাড়িতে ময়লার ব্যাগগুলো জমা দেন তারা।

সরেজমিনে দেখা যায়, কয়েকজন প্লাস্টিকের প্যাকেট হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। এর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা মূলত পড়ে থাকা কাগজ ও খাবারের প্যাকেট তুলে নির্দিষ্ট ব্যাগে রাখছিলেন।

সন্তানকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জাহাঙ্গীর পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল আলিম বলেন, বিশেষ কোনো উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে না। সৃষ্টির সন্তুষ্টির জন্য এ সেবা। আমাদের দেখে যেন সাধারণ শিক্ষার্থীরা এ কাজে এগিয়ে আসেন এবং পড়াশুনায় মনোযোগ বাড়ান এটাই চাওয়া। যে যেখান থেকে কাজ করুক না কেন সেটা সৃষ্টির সন্তুষ্টির জন্য হলেই দেশপ্রেম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]