6913

09/22/2024 বাঘায় আমবাগানে মরদেহ, মৃত্যুকে ঘিরে রহস্য

বাঘায় আমবাগানে মরদেহ, মৃত্যুকে ঘিরে রহস্য

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২১ ০১:৩০

রাজশাহীর বাঘা উপজেলার একটি আম বাগান থেকে জিন্নাত আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৫ অক্টোবর) রাতে আরিফপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ রাতে ঐ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার (৬ অক্টোবর) সকালে পোষ্ট মর্টমের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে তার পরিবার।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের জব্বর সর্দারের আম বাগানে পড়ে ছিলো একই গ্রামের আরজান এর ছেলে জিন্নাত আলী (৪৫) এর লাশ। খবর পেয়ে তার পরিবারের লোকজন এর সন্দেহ হলে জিন্নাত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।

এদিকে ঘটনার পর মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় মৃত জিন্নাত আলীর ভাতিজা পিয়াস আহাম্মেদ বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিকল্পিত ভাবে কে-বা কাহারা তার চাচাকে হত্যা করেছে। অভিযোগ পেয়ে বাঘা থানা পুলিশ প্রাথমিক অবস্থায় একটি ইউডি মামলা গ্রহন করেন এবং বুধবার (০৬ অক্টোবর) সকালে পোষ্টমর্টামের জন্য ঐ লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক(এস.আই) গোলাম মোস্তফা জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন , জিন্নাত আলী (মাদক আসক্ত) নেশা করতেন। পূর্ব শত্রুতা বসত কেউ তাকে অতিরিক্ত মদ্যপান অথবা মদের সাথে বিষক্রিয়া মিশিয়ে হত্যা করতে পারে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে অভিযোগ পেয়ে বুধবার সকালে লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমর্টামের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]