6916

05/14/2024 রসায়নে নোবেল পেলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২১ ০২:০৬

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন জার্মানির ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী। তারা হলেন, বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বুধবার দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে।

‘অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এ পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী প্রতিবছর ছয়টি বিষয়ে বিশেষ আবদান রাখা ব্যক্তিদের তার রেখে যাওয়া অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরে সোমবার থেকে শুরু হওয়া এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হবে আগামী ১১ অক্টোবর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]