6926

03/14/2025 কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর চিত্রকর্ম ১০ লাখ ডলারে বিক্রি

কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর চিত্রকর্ম ১০ লাখ ডলারে বিক্রি

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২১ ১৪:৩৬

নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে সম্প্রতি নিলামে তোলা হয়েছিল বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা ২৬টি চিত্রকর্ম। সেখানে তার চিত্রকর্মগুলো ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নিলামে মোহাম্মদ আলীর ২৬টি চিত্রকর্মের মধ্যে ছিল পেন্সিল-চারকোলে এবং রং-তুলিতে আঁকা ড্রইং, স্কেচ ও পেইন্টিং।

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘ভ্রমরের মতো দংশন’ (স্টিং লাইক এ বি) পেইন্টিংটি। ৪ লাখ ২৫ হাজার ডলারে এই ছবি কিনে নিয়েছেন এক ব্যক্তি।
১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ ‌‘ফ্রিডম রোড’ এর শ্যুটিং এর সময় ‘স্টিং লাইক আ বী’ নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী। ওই ছবিতে দেখা যায়, জনৈক প্রতিপক্ষকে নকআউট পর্বে হারানোর পর রেফারির কাছে অনুযোগ করছেন তিনি, ‘রেফারি, সত্যিই তো তিনি (আলী) একটা মৌমাছির মতো উড়ে বেড়ায় আর দংশন করেন!’

১৯৬৭ সালে আঁকা "আমেরিকা: দ্য বিগ জেল" এবং 'ওয়ার ইন আমেরিকা"।

ক্যারিয়ারে সফলতার চূড়ায় এসে, সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। দীর্ঘদিন পারকিনসন'স রোগের সঙ্গে লড়াই করে, ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]