03/13/2025 আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫০
রাজটাইমস ডেস্ক
৯ অক্টোবর ২০২১ ০১:১৯
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশের এক মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের সময় এ হামলায় কুন্দুজ প্রদেশের রাজধানী শহরের ওই মসজিদে ৫০ আফগান নিহত হয়েছে। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তার টুইটার অ্যাকাউন্টে বলেন, আজ (শুক্রবার) বিকেলে আফগানিস্তানের শিয়া ধর্মের লোকেদের এক মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার কারণে অনেক শিয়া সম্প্রদায়ের অনেকে ব্যক্তি আহত হয়েছে এবং অনেকে আফগান নাগরিক নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা