6951

03/19/2025 বাঘায় মাদকসেবীর হাসুয়ার কোপে যুবক আহত

বাঘায় মাদকসেবীর হাসুয়ার কোপে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২১ ০০:৪৭

রাজশাহীর বাঘায় মাদকাসক্ত যুবকের হাসুয়ার কোপে রাজিক হোসেন নামের আরেক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় মাদকাসাক্ত যুবক মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসাবাসপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, উজেলার হাবাসপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাদকাসাক্ত মিজানুর রহামান নামের এক যুবক একই গ্রামের আবদুল হামিদ আলীর ছেলে রাজিব হোসেনের বাড়ি পাশে ঘাস কাটছিল আর কান্নাকাটি করছিল। তার কান্নাকাটি দেখে রাজিব তার কাছে গিয়ে বিষয়টি জানতে চায়। এ সময় তাকে অতর্কিতভাবে মিজানুরের হাতে থাকা ঘাস কাটার হাসুয়া দিয়ে গলায় কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভাল না বলে জানান রাজিব হোসেনের পিতা আবদুল হামিদ। স্থানীয়রা মিজানুর রহমানকে এক বাড়িতে আটকিয়ে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং আটক করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মিজানুরকে আটক করা হয়েছে। সে একজন মাদকাসক্ত। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]