03/15/2025 তুরাগে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার
রাজটাইমস ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ০১:১৫
ঢাকার আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে পাঁচজন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের পরিচয় শনাক্ত হয়নি।