03/15/2025 পুঠিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
২৯ আগস্ট ২০২০ ২৩:৩৮
পুঠিয়া উপজেলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রীর নাম তৃষা খাতুন (১৬)। পরিবারের ভাষ্যমতে কথা কাটাকাটির জেরে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে তৃষা।
শনিবার সকালে তৃষার শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তৃষা উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম কানাইপাড়া গ্রামের আশরাফ আলীর মেয়ে এবং পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় তৃষা ও তার মায়ের কথা কাটাকাটি হয়। এরপর রাতে তৃষা একাই তার ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও তৃষা সাড়া দেয়নি। পরে জানালা দিয়ে দেখা যায় ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
#এনএস