6962

03/15/2025 তেজগাঁওয়ে গাড়ির ভেতরে মরদেহ, ঘিরে রেখেছে পুলিশ

তেজগাঁওয়ে গাড়ির ভেতরে মরদেহ, ঘিরে রেখেছে পুলিশ

রাজটাইমস ডেস্ক

১০ অক্টোবর ২০২১ ১৪:৩৪

রাজধানী ঢাকার তেজগাঁও সাউদান পেট্রলপাম্পের বিপরীতে মেইন রাস্তায় একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাবিস্কো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন। তবে একটি গাড়ির ভেতরে একজনের মরদেহ দেখা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইন্সপেক্টর অপারেশন শরিফুল ইসলাম জানান, ধানমন্ডি থেকে একজন গাড়িচালক নিখোঁজ হয়। পরে চালকের মালিক ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। আজকে গাড়ির ভেতরে যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সজল কুমার ঘোষ। সে ওই নিখোঁজ চালক বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ করছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শের আলম জানান, ওই পাজেরো জিপের পিছনে সিটে মরদেহ শোয়া অবস্থায় আছে। এখন সুরতাল করা হয়নি সুরতাল করলে দেখা যাবে শরীরে কোনো আঘাত আছে কিনা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]