6966

09/22/2024 এডি সায়েন্টিফিক ইন্ডেক্সে গণিতে দেশসেরা রাবি অধ্যাপক আলী আকবর

এডি সায়েন্টিফিক ইন্ডেক্সে গণিতে দেশসেরা রাবি অধ্যাপক আলী আকবর

কে এ এম সাকিব

১০ অক্টোবর ২০২১ ১৯:৫৫

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ র‌্যাংকিংয়ে গণিত বিষয়ে গবেষণায় দেশসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এম আলী আকবর। সেই সাথে, এডি সায়েন্টিফিক ইনডেক্সের ১২ টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অধ্যাপক আলী আকবরসহ রাবির ৯৯ গবেষক স্থান পান।

সূচকটির তথ্য মতে, অধ্যাপক আলী আকবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে গণিত বিষয়ে গবেষণায় প্রথম স্থানে আছেন। এশিয়ায় তার অবস্থান ২১৫ এবং বিশ্বে অবস্থান এক হাজার ৪০৩।

অধ্যাপক আলী আকবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫ সালে গণিত বিভাগ থেকে প্রথম শেণিতে তৃতীয় স্থান নিয়ে বি.এস.সি এবং ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম.এস.সি সম্পন্ন করেন।

২০০১ সালের ১০ সেপ্টেম্বরে তিনি উক্ত বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সে বছরই তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ে লেকচারার হিসেবে যোগ দেন এবং ২০০৬ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি পুনরায় রাবির ফলিত গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।

২০১২ সালে তিনি মালেয়েশিয়ার সেইন্স বিশ্ববিদ্যালয় থেকে স্কুল অব ম্যাথমেটিক্যাল সাইন্সে পোস্ট ডক্টরাল রিচার্স সম্পন্ন করেন। বিশ্বের খ্যাতনামা বিভিন্ন জার্নালে এ পর্যন্ত তার ২৬৫ টি আর্টিকেল প্রকাশিত হয়েছে।

এ ছাড়াও তার তত্ত্বাবধানে এক জন এমফিল, ৮ জনের পিএইচডি ডিগ্রি, ১০ জন এমএসসি, (৫ জনের এম.এস.সি-এর চলমান তত্ত্বাবধান) ও একজনের বিএসসি ডিগ্রি সম্পন্ন করান।

উল্লেখ্য, এডি ইনডেক্সের ওয়েবসাইট অনুযায়ী, তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন তারা। সেই সাথে নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]