6973

03/19/2025 পুঠিয়ায় মাদরাসা ছাত্র নিখোঁজ

পুঠিয়ায় মাদরাসা ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২১ ০২:৪০

রাজশাহীর পুঠিয়ায় মাদরাসা ছাত্র পারভেজ হোসেন (১৩) নিখোঁজ হয়েছে। সে পুঠিয়ার নান্দিপাড়ার শাহজাহান সরদারের ছেলে।

পারভেজের বোন জামাতা ইঞ্জিনিয়ার নাজমুল হাসান জানান, শনিবার (০৯ অক্টোবর) বিকালে পারভেজ বাড়ির পাশে বেলতলা মোড় থেকে একটি অটোতে করে নাটোরের বড়গাছা চৌধুরী পাড়া হাফিজিয়া মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে পারভেজ সেখানে পৌঁছেনি বলে জানা গেছে। পারভেজের বাবা মালয়েশিয়ায় থাকে।

অনেক খোঁজাখুজির তাকে না পেয়ে রোববার (১০ অক্টোবর) বিকালে থানায় জিডি করতে এসেছি। জিডি লিখিতভাবে ডিউটি অফিসারের কাছে জমা দিয়েছি।

থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আমরা জিডির আবেদন ও ছেলেটির ছবি নিয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]