6977

05/10/2025 রাতেই রাবির এ ইউনিটের রেজাল্ট

রাতেই রাবির এ ইউনিটের রেজাল্ট

কে এ এম সাকিব

১১ অক্টোবর ২০২১ ০৩:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের জন্য নির্ধারিত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার রাত ১০টার পর প্রকাশ করা হবে। রাবির ওয়েবসাইটে ফল আপলোডের কাজ চলমান রয়েছে।

রোববার (১০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক।

তিনি বলেন, এ ইউনিটের ফল ওয়েবসাইটে আপলোডের কাজ চলছে। আশা করছি রাত ১০টার পর থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল দেখতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) তিন শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন আবেদন করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]