6982

04/20/2024 ভারতের জয়ে ফাইনালের সম্ভাবনা বাড়ল বাংলাদেশের

ভারতের জয়ে ফাইনালের সম্ভাবনা বাড়ল বাংলাদেশের

রাজটাইমস ডেস্ক

১১ অক্টোবর ২০২১ ১৪:২০

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ০-১ গোলে হারিয়েছে ভারত। ভারতের জয়ে টুর্নামেন্টে ফাইনালের সম্ভাবনা বাড়ল বাংলাদেশের।

রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয়সূচক গোলটি করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। অধিনায়ক সুনীল ছেত্রী ৭৭ মিনিটে গোলটি করেন। এ জয়ে ভারত ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইল।

ভারত জেতায় বাংলাদেশের ফাইনাল খেলার সমীকরণ সহজ হয়েছে। শেষ ম্যাচে নেপালকে হারালে বাংলাদেশ সাত পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে। ১৩ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপ খেলবে ভারতের বিরুদ্ধে।
মালদ্বীপ ড্র করলে ফাইনাল খেলবে। ভারতের জয়ের বিকল্প নেই ফাইনাল খেলতে। নেপালেরও ড্র করলে হবে। আজকের ম্যাচটি গোলশূন্য ড্র হলে সমীকরণ আরো জটিল হতো বাংলাদেশের জন্য। বাংলাদেশসহ নেপাল, ভারত ও মালদ্বীপ চার দলেরই ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। আবার চার দলেরই সম্ভাবনা রয়েছে বাদ পড়ার।

তিন ম্যাচ শেষে মালদ্বীপ ও নেপাল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। ভারত ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

আগামী বুধবার (১৩ অক্টোবর) ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপ। একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]