03/19/2025 বাঘায় কাঠের চাপায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২১ ০৪:৩১
রাজশাহীর বাঘায় কাঠের নিচে চাপা পড়ে ইমন আহম্মেদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) উপজেলা আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ইমন আহম্মেদ সাহাবুল হোসেনের ছেলে ও কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে দাদা তোফাজ্জল হোসেনের সাথে বাড়ির মধ্যে কাটা কাঠ ভ্যানে উঠাচ্ছিলেন। এ সময় দাদার কাছে থেকে অসাবধানতায় কাঠ নাতি ইমনের ঘাড়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাফ উদ্দিন প্রামনিক।
ইমন আহম্মেদের বাবা সাহাবুল হোসেন ও মা ছাপিয়া বেগম গার্মেন্টস কর্মী। ইমন দাদার কাছে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। বাবা মা ঢাকায় গার্মেন্সে চাকরি করেন।