03/19/2025 বাঘায় মুদির দোকানের টিনের চালা কেটে চুরি
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২১ ০০:৫৮
রাজশাহীর বাঘায় তামান্না ষ্টোর নামের এক মুদি দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা সদরে বাঘা থানা মোড় এলাকায় এই চুরির ঘটনা ঘটে। দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা ও কিছু মালামাল চুরি হয়েছে।
দোকানের মালিক হাফিজুর রহমান হাফিজ জানান, প্রতিদিন রাত ১টা পর্যন্ত দোকানদারি করি। ছেলের অসুস্থতার কারনে শনিবার রাত সাড়ে ১১টা দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রোববার (১৭ অক্টোবর) সকালে দোকানের তালা খোলার পরে দেখি টিনের চালা কাটা এবং মালামাল ও ক্যাশ বাক্স এলোমেলো। পরে দেখি ক্যাশ বাক্সে রাখা ২৫ হাজার টাকা নেই। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, চুরির ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।