711

03/15/2025 নগরীতে চিকিৎসা সহায়তা পেলেন ৬৯ দুঃস্থ ব্যক্তি

নগরীতে চিকিৎসা সহায়তা পেলেন ৬৯ দুঃস্থ ব্যক্তি

রাজটাইমস ডেস্ক

৩১ আগস্ট ২০২০ ২৩:৩৬

নগরীতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা স্বরূপ এককালীন সহায়তা প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক প্রদান করেন মেয়র।

এ সময় বিভিন্ন অসহায় নিঃস্ব রোগী যারা জটিল রোগে আক্রান্ত বিশেষ করে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এমনকি ৬৯ জন রোগীর মাঝে এককালীন অনুদান হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বর্তমানের সরকারের জনকল্যাণমূলক কর্মের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের কল্যাণে নানাবিধ কাজ করছে। পিছিয়ে পড়া মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে এনেছে সরকার। প্রধানমন্ত্রী নানা উদ্যোগ গ্রহণ করে অসহায় দুস্থ অসুস্থ মানুষকে অব্যাহতভাবে সহায়তা করে যাচ্ছেন।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক, রাজশাহী মোছা: হাসিনা মমতাজ।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]