03/19/2025 নগরীতে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২১ ০৩:২৬
ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির আহব্বানে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও ঈশ্বরদীসহ আন্তঃ বিভাগীয় ইলেকট্রিক ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বিকালে নগরীর সাহেব বাজার জিরো পয়ন্টে একটি রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো জয়নাল আবেদীন চাঁদ।
মত বিনিময় সভায় প্রত্যেক জেলায় নেতৃবৃন্দ ইলেকট্রিক ব্যবসায়ীবৃন্দের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন এবং দ্রুত অসুবিধা গুলি সমাধানের লক্ষ্যে জোটগতভাবে দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত হয়।
মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। খুলনা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেকট্রিক ব্যবসা মালিক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুস্তফিজুর রহমান রিপন। নাটোর সভাপতি মতিউর রহমান দুদু । ঈশ্বরদীর সভাপতি মো তানজিল আলম ফিরোজ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো বানী ইসরাইল। নওগাঁ জেলার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক। সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।