7114

03/19/2025 আলোচনা সভা থেকে কর্মী গ্রেফতারে নগর জামায়াতের নিন্দা

আলোচনা সভা থেকে কর্মী গ্রেফতারে নগর জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২১ ০৩:৩৬

সাংগঠনিক অলোচনা সভা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী পবার পালোপাড়া গ্রাম থেকে জামায়াতের কর্মীসহ ১২ জনকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ । প্রথমে তাদের অাটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায় সেখান থেকে আটককৃতদের ডিবিতে হস্তান্তর করা হয়। আটকের পর দীর্ঘ সময় পার হলেও আদালতে অটক কৃতদের উপস্থিত না করায় উদ্বিগ্ন পরিবার ও দলের নেতাকর্মীরা।

প্রশাসন কর্তৃক জামায়াতের কর্মীসহ ১২ জন কে গ্রেপ্তার এবং আজও তাদের কোর্টে চালান না দিয়ে ডিবি অফিসে রাখার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।

তিনি বলেন রবিউল আওয়াল মাসে সিরাতুন্নবী (সঃ) এর আলোচনা সভা অংশ নিয়েছিলেন তারা, এটি কোন অপরাধ নয়। ধর্মীয় অলোচনা থেকে কাউকে আটক করা কাম্য নয়। তিনি অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা জানান একইসাথে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন।




প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]