7127

03/13/2025 রাবি কেন্দ্রে ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাবি কেন্দ্রে ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কে এ এম সাকিব

২৪ অক্টোবর ২০২১ ০১:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক জানান, ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। মোট আসন সংখ্যা ১৫৭০টি। আর রাবিতে ১২ হাজার পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৮২০৬ জন।

এবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ‘ঘ’ ইউনিট পরীক্ষার মাধ্য দিয়ে শেষ হলো ঢাবির এবারের ভর্তি পরীক্ষা। এর আগে ক, খ, চ এবং গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]